ষ্টাফ রিপোর্টার:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ন্যায় কুয়েতেও ঈদুল আযহা পালন করছেন প্রায় ৩ লক্ষ প্রবাসী বাংলাদেশীরা।
রোববার (১৬ জুন) দেশটির বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া অঞ্চলের বড় মসজিদে প্রায় পঁয়ত্রিশ হাজার প্রবাসীরা স্থানীয় সময় সকাল ৫:০৫ মিনিটে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন।
কুয়েতে সর্ববৃহৎ ঈদের জামাত দেশটির জাতীয় মসজিদ ‘’মসজিদ আল কাবিরে’’ অনুষ্ঠিত হয়েছে। কুয়েতের "ইসলামিক প্রতিষ্ঠান" আওকাফ কর্তৃক পরিচালিত ৩ হাজারেরও অধিক মসজিদের মধ্যে প্রায় ২০টি মসজিদে ঈদের জামায়াতে বাংলা খুৎবা পাঠ করা হয়। যথাক্রমে,সালেহ আল ফুদালা, উমর বিন খাত্তাব,জুলাইব ফালাহ আল মুতাইরি,সালেহ আল ফাদালা,আব্দুল্লাহ বিন ওমর বিন্ আস্,ত্বার্মী, আতিকীসহ অন্যান্য মসজিদে। দিকে ঈদের জামায়াত শেষে কুয়েত প্রবাসী বাংলাদেশীরা তাঁদের সাধ্যমতো দুম্বা ও গরু কোরবানি দিয়েছেন ।।