রবিউল ইসলাম খাঁ ( কুয়েত )
লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়া মাতা লাকা ওয়াল মুলক। লাখো লাখো মানুষের কন্ঠের এই ধ্বনিতে আজ মুখরিত হয়ে উঠবে আরাফাত ময়দান । ঘোষিত হবে মহান আল্লাহর একত্ব ও মহত্বের কথা । পৃথিবীর সবথেকে বড় জমায়েত এটি, যা অন্য কোথাও এত মানুষ একই স্থানে একই সময়ে সমবেত হওয়ার কোন রেকর্ড নাই । কাফনের কাপড়ের মত সাদা দু টুকরো এহরামের কাপড় পড়ে মহান আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হয়ে পড়বে আল্লাহর বান্দাগণ । আল্লাহ তাআলা এবং বান্দার মধ্যে সম্পর্ক উন্নয়নের আবহে বিরাজ করবে মুসলিম উম্মাহর ঐক্য সংহতি ও ভ্রাতৃত্বের এক অনুপম দৃশ্য ।
ফজরের নামাজ মিনায় আদায় করার পর হাজিগঞ্জ ইহরাম বাধা অবস্থায় আরাফার ময়দানে এসে সমবেত হবেন । এই আরাফাতের ময়দানে দাঁড়িয়েই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম আজ থেকে ১৪০০ শত বছর পুর্বে বিদায় হজের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে দীন ইসলাম পরিপূর্ণতা লাভ করে।
সম্মানিত হাজীগণ তারা নিজেদের পাপের জন্য ক্ষমাপ্রার্থনা করার পাশাপাশি পরিবার পরিজন সমাজ ও রাষ্ট্রের সুখ শান্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন । হে আল্লাহ- সকল মুসলমানদের হজ্বব্রত পালনের সামর্থ দিন ।
পবিত্র হজ্জের দিনে হাজীদের নির্বিঘ্নে হজ্বব্রত পালনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার ইতোমধ্যে হজ মন্ত্রণালয় কর্মকর্তা, সিভিল ডিফেন্স কর্মী, নিরাপত্তা কর্মী, ডাক্তার, নার্স, প্যারামেডিক এবং মিডিয়া কর্মীদের নিয়োগ দেওয়া সহ অত্যাধুনিক সরঞ্জামে বিশেষজ্ঞ নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করছে বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ।।