বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত এর উদ্যোগে সংবর্ধনা ও ঈদ পুণর্মিলনী স্থানীয় একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে ।
পবিত্র কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় ।
আয়োজক সংগঠনের সহ-সভাপতি রেজওয়ান আহমেদ এর সভাপতিত্বে- সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায়- এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ ইউনুস মাহমুদ ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রবিউল হক ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েতের সাবেক সভাপতি ও কমিটির উপদেষ্টা আমান উল্যাহ আমান, প্রবাস বাংলা পত্রিকার সম্পাদক আ,ক,ম আজাদ, উপদেষ্টা সোহেল চৌধুরী, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, মুক্ত ধারা সভাপতি মোল্লা আব্দুল জলিল, অর্থ-সম্পাদক আসাদুল ইসলাম,কবি ইমরান শিকদারসহ আরও অনেকে।
বক্তগণ কুয়েত প্রবাসীদের পাশে থেকে বিভিন্ন সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ।।