রবিউল ইসলাম খাঁ ( কুয়েত )
বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আরিফা রহমান রুমা'র কুয়েত আগমন উপলক্ষে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটি ।
কুয়েতের একটি অভিজাত হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । অতিথিকে ফুল দিয়ে বরণ, পবিত্র কুরআন থেকে তেলোয়াত, সকল শহীদদের স্বরণে এক মিনিট নীরবতা ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় ।
কুয়েত আওয়ামী লীগের সভাপতি হোসেন আহমেদ আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফর রহমান মুখাই আলী ।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সহযোগী অধ্যাপক আরিফা রহমান রুমা, বিশেষ অতিথি কুয়েত আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শামসুল আলম, ডাঃ মনিরুজ্জামান, কামরুল ইসলাম, যুবলীগের সদস্য ইসমাইল হোসেন হাওলাদার, কুয়েত সেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন আলা উপস্থিত ছিলেন ।
এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ কুয়েতে বসবাসরত বাংলাদেশী শ্রমিকসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
পরিশেষে সম্মানিত অতিথি সহযোগী অধ্যাপক আরিফা রহমান রুমা'কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন ।।