ষ্টাফ রিপোর্টার : (কুয়েত)
বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত রাজ্য শাখা কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বপরিবারে ৪৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুয়েতস্হ খাইতান রাজধানী প্যালেসে পবিত্র কুরআন তেলওয়াত,জাতীয় সংগীত ও সকল শহীদের স্বরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
কুয়েত আওয়ামী লীগ নেতা হোসেন আহম্মেদ আজিজের সভাপতিত্বে ও শাহনেওয়াজ নজরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েত আওয়ামী লীগ নেতা সেকান্দার আলী, ফয়েজ কামাল,মোহাম্মদ হানিফ মিয়া, মুরাদুল হক চৌধুরী, বাবুল শেখসহ আরও অনেকে।
এছাড়া কুয়েত আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ,ছএলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ও সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।